5
“কিছু সত্যি কথা কিছু ভান, আর ছেলেবেলার অভিমান,
যাই লিখে যাই লিখে যাই আমার গান!
একটা পুরনো দুক্ষের দোহাই,
সিগারেটটা পুড়ে পুড়ে ছাই,
কান্না পেতে পেতে গানটা আবার লিখে যাই!”