5
চলো আজকে আকাশ দেখি, মেঘের ওপারে মেঘ
চলো একটু পাশে দাড়াই, হাত ধরে থাকি
সন্ধ্যা নামতে থাকুক, টুপ টুপ করে তারারা খসে যাক,
চলো আজকে শামুক হয়ে যাই, ভিতরে গুটিয়ে রাখি…