ছোট একটা রাজ্যে বড় অদ্ভুত এক সমস্যা শুরু হলো কাকদের নিয়ে। কোকিল কাকের ডিম নষ্ট করে নিজেদের ডিম রেখে দেয়। অন্যদিকে নিজেদের অধিকার হারিয়ে এক দল কাঠবিড়ালি রাজ্য ছাড়া। অধিকার আদায়ের যুদ্ধে সেই কাঠবিড়ালি কারো কাছে ডাকাত আবার কারো কাছে মুক্তিযোদ্ধা। এইসব সমস্যা নিয়ে ভাবার কথা সিংহ রাজার। কিন্তু সারাদিন আরাম আয়েশ আর কবিতা চর্চা নিয়ে ব্যস্ত থাকায় এই সমস্যার সমাধান হয় না। তাই সমস্যা সমাধানে এগিয়ে আসে ছোট্ট একটা কাক।
এটি একটি রূপক বা রূপকথা। বাস্তব কোন কিছুর সাথে এর মিল খোঁজা একেবারেই ঠিক হবে না।
<<–এটি আমার উপন্যাস "ছোট কাকের পাহাড় জয়" এর ফ্ল্যাপ। বই আকারে আসছে সামনেই। 🙂
ছোট একটা রাজ্যে বড় অদ্ভুত এক সমস্যা শুরু
145
previous post
