5
জীবনের জটিল অংকগুলো
আর টেবিলে পড়ে থাকা ধুলো
একই বিস্তার,
সময়ের প্রবল ত্যীব্র দাঁতে
আমার বিনিদ্র সব রাতে
হিসেবের নাই নিস্তার।
তবুও নৌকা চালাই মাঝি
সাঁতরাতেও অনেক রাজি আছি।