125
তোমার সঙ্গে আমি অরণ্যের শেষ প্রান্ত পর্যন্ত হাটতে চেয়েছি
 তোমার সঙ্গেই পর্বতের চূড়ায় বসে জোৎস্না মেখেছি
 আজ তুমি নিরেট স্বচ্ছ দেয়াল-
 উষ্ণতা নেই, সৌরভ নেই;
 জানো নাই ভালোবাসা সহস্র জনমের বৃক্ষরাজি
 শেকড়ে শেকড়ে ভাবের নির্জাস
 যতবার ঝেটে ফেল, কেটে ফেল, দুমড়িয়ে মুচড়ে দাও
 এই বাংলার পলিমাটিতে ততবার প্রেমের বিস্তার;
 প্রেমিক আমি, এই বাংলার।
**//** ধানমন্ডি, ঢাকা।

