121
নয়নে রাখিয়া নয়ন
 চেয়েছিলাম আমিও তখন
 তুমি দেখনি,
 আকাশে ঝুলন খেয়ে
 মেঘের সিঁড়ি বেয়ে
 আছি, এখনি।
 তোমাদের বৈচিত্র শুধু কাপড়ের আলমারি
 অথবা গোপনে লুকিয়ে রাখা কিছু বাক্স;
 মানুষ মাত্রই কেন দিনে দিনে বস্তু হয়ে যায়?
 আহারে! হায়! হায়!
 –ধানমন্ডি, ঢাকা।
