2
“প্রিমিয়ার প্রিমিয়ার খেলতে হিম্মত লাগে। পুরস্কার পুরস্কার খেলতে লাগে কলিজা। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবি জমা দেননা। তিনি প্রিমিয়ার করেন না। সবাই মাগনা দেখে গালমন্দ করুক বোধহয় চান না। প্রিমিয়ারে ভালো না লাগলে ফেসবুকে ছবি ধোয়া শুরু হয়ে যাবে। যেমনটা হয়েছিল ভয়ংকর সুন্দরের বেলায়। আবার ঢাকা অ্যাটাকের জয়যাত্রা শুরই হয়েছে প্রিমিয়ার থেকে। তাই বলছিলাম কলিজা ও গুর্দার কথা। ওগুলো লাগে।” –সংগ্রহীত। তবে মানুষের প্রতিভা আছে। 🙂