1.6K
আমার শৈশবের বড় একটা অংশের নাম ফুলকুমার। এটি আমার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া ছো্ট্ট একটা নদী। ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে। আমার বাচ্চাকালে নদীটার নাম নিয়ে অনেক ভাবতাম। বুঝায় যাচ্ছে অনেক ফুল ভেসে আসত এই নদী দিয়ে। যারা একটু বেশী রোমান্টিক তারা ভাবতে পারেন কোন রাজপুত্র এই নদী দিয়ে পাঠাতো রাশি রাশি ফুল কোন মেয়ের জন্য; ফুলকুমারী!
এই নদীতেই আমি (মনে হয়) সাতার শিখি। মনে হয় এই জন্য যে আমার বর্ণিল শৈশবে সাঁতারের মতোন তুচ্ছ বিষয়টা আয়োজন করে শেখা হয়নি। আজকে এই নদীটার একটা ছবি দিলাম এখানে।