2
বড্ড ঘোরে ভুলে থাকা একটা জোছনা রাত
আয়ূরেখায় আজকে এই কিসের প্রপাত
যা নেই তা আছে, থেকেও যা নেই তা না থাক
আছে এক অদ্ভুত মনের ফারাক
চাইলেই দেখতে পার, আমার এ হাত
অদ্ভুত জ্যোতিষ তুমি, সর্বদা আত্ম সংঘাত।