4
বিমূর্ত এই রাত্রি আমার
মৌনতার সুতোয় বোনা
একটি রঙ্গিন চাদর।
সেই চাদরের ভাঁজে ভাঁজে
নি:শ্বাসেরই ছোঁয়া ;
আছে ভালবাসা, আদর।