5
ভাবছো তুমি এইতো জীবন দিব্যি আছো,
নাচাতে চাও নিজেই দেখ কেমন নাচো,
ভাবছো তুমি সুতোর টানে নাচবে সবাই,
ভাবছো লোকে দিচ্ছে শুধু হাত তালি তাই!