5
মনের ডানা দিলাম খুলে,
যাচ্ছি চলে তোমায় ফেলে,
পার হয়ে যাই স্বপ্ন পথের
আরেক সীমানা!
যে কথাটা বলবে বলে
এত দিন এই সময় নিলে,
ভাবছ এখন আমার মনের
কোন সে ঠিকানা?