লেখক হিসেবে আজকে প্রথম একুশে বইমেলা। নিজের প্রথম বই হাতে নেয়ার অনুভূতি আসলেই মধুর। এ অন্যরকমের একটা শিহরণ। মেলায় পৌঁছাতে একটু দেরি হয়েছে। তাই প্রথম বইটা মা কিনতে পারেন নি। মা প্রথম বইটা কিনে আমার থেকে অটোগ্রাফ নিয়েছেন। বড় মধুর সেই দৃশ্য।
আমার প্রকশক শাহাদাত ভাই (অন্বেষা প্রকাশন) চেয়েছিলেন ১০০০ কপি ছাপবেন কিন্তু শেষ মুহূর্তে ছেপেছেন ৫০০। নতুন লেখকের বইয়ের ওপর কোন ধরনের রিস্ক নেন নি। এখন এই ৫০০ কপি বই বিক্রি হলেই মনটা ভালো হয়ে যাবে। তবে যেহেতু বইয়ের দাম মাত্র ২০০টাকা এবং কমিশন বাদ দিলে হয় ১৫০ টাকা, তাই একটু আশার আলো দেখছি। নতুন লেখকের বই মানুষ কিনলেও কিনতে পারে।
যারা আজকে বইটি কিনেছেন, দয়াকরে বইয়ের রিভিও সহ ছবি পোস্ট করেন। বইয়ের একটা পেইজ আছে www.facebook.com/chotokak এখানে এবং আমাকেও ট্যাগ করে দিতে পারেন। সবাইকে বই মোবারক।
লেখক হিসেবে আজকে প্রথম একুশে বইমেলা। নিজের প্রথম
5