492
তাঁর সাথে শেষ দেখা ২০০২ সালে। সুরের ধারার বর্ষবরণ অনুষ্ঠানে। সেদিন উনি গেয়েছিলেন দিজেন্দ্রলাল রায়ের ‘ওই মহা সিন্ধুর ওপার থেকে’। প্রথম আলো থেকে রিপোর্ট করতে গিয়েছিলাম। আমার সেদিনের মুগ্ধতা নিয়ে বাকী জীবন পার করতে পারব। আমার অতি প্রিয় শিল্পী ছিলেন আপনি। ভালো থাকবেন সুবীর দা।