হুমায়ূন আহমেদ এর গানগুলো অন্যরকম। অনেক বেশী প্রিয় আমার। এই বইমেলায় ‘নদীর নামটি ময়ূরাক্ষী’ প্রকাশিত হয়েছে। হুমায়ূন আহমেদ এর সকল গান এখানে আছে। কিন্তু বিষয়গুলো পাঠক জানেন না, তা হলো এটা মেহের আফরোজ শাওনের (Meher Afroz Shaon) প্রথম বই। এই বইয়ে প্রতিটা গান রচনার সময়ের সব মজার মজার তথ্য রয়েছে। গানের পিছনের এই গল্পগুলো অনেক মজার। হুমায়ূন আহমেদ এর অনেক কিছুই এখানে আছে। তাই বইটির নাম দেয়া হয়েছে হুমায়ূন সঙ্গীত। বইটি বাজারে আছে অথচ কোন প্রচারণা করা হয় নি। শাওনকে অনেক বার অনুরোধ করার পরও কোন একটা ছবি বা স্টাটাস সে দেয় নি। তার আবার অনেক ‘লইজ্জা’ লাগে। কিন্তু একজন হুমায়ূন ভক্ত হিসেবে আমি এটা না দিয়ে পারলাম না। বই মেলার উদ্যান অংশে কাকলী প্রকাশনী’র প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটির দাম ৩০০ টাকা। কমিশন বাদ দিলে কিনতে পারবেন ২২৫ টাকায়। বইটি সকাল হুমায়ূন ভক্তের সংগ্রহে রাখা উচিত।