1
অতপর তুলিলে তুমি তিন নম্বর হাত
আমরা যারা দুই পায়ে চলি
কিছুটা অবাক।
ঝাউয়ের বন থেকে হঠাত্ দেখি বাঘে দেয় টান
যাহারা জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ততক্ষণে সটান।
সামনে বাঘমামা
আমার কাঁধে দানবিক বিশাল এক হাত।