203
অতপর তুলিলে তুমি তিন নম্বর হাত
আমরা যারা দুই পায়ে চলি
কিছুটা অবাক।
ঝাউয়ের বন থেকে হঠাত্ দেখি বাঘে দেয় টান
যাহারা জলতরঙ্গে ঝিলমিল ঝিলমিল
ততক্ষণে সটান।
সামনে বাঘমামা
আমার কাঁধে দানবিক বিশাল এক হাত।
