1
অন্যের সুখে চেয়ে, নিদারুন দু:খের দিনেও সামান্য সুখানুভতি হয়। এ আমার শুদ্ধি। আজকের চাঁদটা কিন্তু সমাজতণ্ত্রী। সকল ক্লাসের মানুষের জন্য সমান রূপালি উপহার। আজকের জোয়ারের সময় যদিও দোলা দিয়ে যাবে সমূদ্রতীরবর্তী মানুষদের। উত্থাল পাতাল জল-জোৎস্নায় একটা নৌকায় থাকাকে অনেক বেশী মিস করি Mithu Ahmed and Sanjida Jui. সেই রাতেও রাত ছিল পূর্ণিমা। 🙂