3
“আগুনের কথা বন্ধুকে বলি
দুহাতে আগুন তারও,
কার মালা হতে খসে পড়া ফুল
রক্তের চেয়ে গাঢ়।
যার হাতখানি পুড়ে গেলো বধু
আঁচলে তাহারে ঢাকো,
আজও ডানা ভাঙা একটি শালিক
হৃদয়ের দাবী রাখো!”
মিসিং ইউ কামরুজ্জামান কামু