আজ বিশেষ একটি দিন। আজ ২৩ ডিসেম্বর। মাত্র

by nirjhar
1 minutes read

আজ বিশেষ একটি দিন। আজ ২৩ ডিসেম্বর। মাত্র এই গোলার্ধের দীর্ঘতম রাত শেষ হয়েছে। অন্য গোলার্ধের দীর্ঘতম দিন। আমাদের গোলার্ধের দীর্ঘতম দিনে আমার জন্ম, ২১ জুন। আর বিপরীতে দীর্ঘতম রাতে আমার মায়ের জন্ম। ৯ই পৌষ বা ২৩ ডিসেম্বর। আমার মা Lutfun Nessa এর আজকে ৬০তম জন্মদিন।
আজকে আমার মেঝবোন Nusrat Jahan Rukshi এর পতিদেব Rubel Ahmed এরও শুভ জন্মদিন। রুবেল দুপুরে অনেক কিছু খাওয়ানোর কথা। আশায় আছি।
আজকে আমার কলিগ Md. Ataur Rahman এর জন্মদিন। আমরা একই বয়সী প্রায়। সে মনে হয় খাওয়াবে না। Imtiaz Pavel এর সাথে খুব অল্প দিনের পরিচয় কিন্তু তারে আমার ভাল লাগে। আজকে তারও জন্মদিন।
সিলেটে গিয়ে বড় বোনের শিশু পালন করছেন Shumaya Provat. আজকে তার ২১তম জন্মদিন। ২১ সংখ্যা টা দেখে মনে পড়ল আজকে আলতাফ মাহমুদের জন্মদিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী।
সুমায়া ঢাকায় থাকলে তাকে শোনাতে গিয়ে লিখে ফেলা আমর প্রথম উপন্যাসের পাণ্ডলিপিটা উপহার দেয়া যেত। এটা এই বই মেলাতে পাওয়া যাওয়ার কথা। বেচারা একটা ছোট মানুষ আর একটা ছোট মানুষ সামলাচ্ছে। সে অনায়াসে আমার মেয়ের বান্ধবী হতে পারত। আমার মেয়ে আর তার মানষিক বয়স কাছাকাছি হওয়ার কথা। যদিও জানি না আমার ৬ বছরের মেয়ে Arundhaty Roopkotha বাংলা বই পড়তে পারে কি না! বাংলাটা জানে কি না। অথচ আমি প্রতিদিন বাচ্চাদের জন্য লিখে চলেছি একটার পর একটা উপন্যাস।

You may also like

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.