1
আজ ২১শে জুলাই। আমার বাবা মায়ের ৩৭তম বিবাহ বার্ষীকি। বাবা চলে যাওয়ার প্রায় আড়াই বছর হয়ে গেল। বাবার থেকে আসলেই ভালো কোন বন্ধু হতে পারে না। বাবাকে মিস করতে গিয়ে আবার মিস করি না!
আমার মেয়ের বয়স প্রায় ৬বছর। মেয়েকে শেষ দেখেছি তার ৯ মাস বয়সে। আমার মেয়ে কি তার বাবাকে মিস করে? আমার মেয়ে কি জানে তার বাবা কেমন আছে!
রূপকথা মা, হয়তো দেখা হবে অনন্ত নক্ষত্রবীথিতে। কী অদ্ভুত! রূপকথা জন্ম দিয়ে সেই এক দুখী রাজার গল্প লিখে চলেছি!