8
আধেক স্বপ্ন তার আধেক আঁধার,
কেন চেয়ে থাকে চোখ তবু বার বার;
তোমারে দিয়েছি আমি স্বর্গরাজ্যে তুলে,
ঈশ্বর বিমুখ তবু তার নিজ ভুলে।