128
আন্ধারে বইসা থাকি তেরঙ্গে আজ আলো খেলে না
আমি তো তোমার লগে দিছিলাম ডাক
সেই ডাক শুনে নাই কেউ, রাজ্যের মানুষ বেবাক
অথচ ঠিকই সবাই ধনেশ খোঁজে!
এ কেমন কারিগর তুমি? চইলা যাও আসমান ফারাক?
আমার কুড়্রিগ্রামে, আমার নাগেশ্বরী আমার চিলমারি
চিতল বোয়াল যতবার দেখি ঠিক হয়ে যায় যেন
এক একটা কবিতা তোমার!
অথচ একসঙ্গে ইচ্ছে ছিল বিরানে যাবার!
Amar lekha. Instantly on Facebook.