আমাকে টান মারে রাত্রি জাগানো দিন
আমাকে টানে গূঢ় অন্ধকার
আমার ঘুম ভেঙ্গে হঠাৎ খুলে যায়
মধ্য রাত্রির বন্ধ দ্বার।
বাতাসে ছেঁড়া মেঘ চাঁদের চারপাশে
সহসা দানা বাঁধে নীল সময়
বাইরে এসে দেখি পৃথিবী শুনশান
রাস্তাগুলি যেন আকাশময়।
প্রথম ডেকেছিল মধ্যকৈশোরী
পাগল করা এক ব্যথার দিন
শরীরে বেজেছিল সমর বিউগল
প্রথম স্বপ্নেরা হল স্বাধীন।
শাসন বন্ধন তুচ্ছ হয়ে গেল
আমার চেনা পথ গোলকধাঁধা
বৃষ্টিবিভ্রম সীমানা ছুঁয়ে যায়
খড়গে কেটে দিই অহিক বাঁধা।
দু’পাশে গলিঘুঁজি হোঁচট লাগে পায়
পলকা সংসার এখানে কার
জন্ম-মৃত্যুর প্রগাঢ় কৌতুকে
হাসি ও কান্নার সারাৎসার।
এ যেন নিশিডাক মৃতের হাতছানি
এ যেন কুহকের অজানা বীজ
এমন মোহময় কিছুই কিছু নয়
হৃদয় খুঁড়ে তোলা মায়া খনিজ।
আমাকে যেতে হবে এখনো যেতে হবে
রয়েছে অশরীরী অপেক্ষায়
যেখানে ব্যাকুলতা ঢেউয়ের তালে দুলে
যেখানে ধ্বনিগুলো স্মৃতিকে খায়।