0
আমাদের শরৎকাল না থাকলে আকাশের থেকে বিষন্ন আর কেউ থাকত না। এই নগরে যদিও ষড় ঋতু আর নেই তারপরেও বৈচিত্রের লেখায় খুঁজে নেই বা ভেবে নেই ছয়টি সময়। মেঘেদের সাথে বাস ছেলেবেলার অভ্যাস। আকাশের চলচ্চিত্র দেখতে দেখতে সত্যিকার অর্থেই মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল। কী আশ্চর্য মেঘদল! কী আশ্চর্য আকাশ! আকাশের কথা ভাবতে ভাবতে কোন দিন মেঘ হয়ে যাব। অপেক্ষায় আছি।