আমাদের সবার ভাষা আলাদা। কারো কলম, কারো গান, কারো ফটোগ্রাফি, কারো রঙতুলি এবং কারো ছিনেমা। যার যার স্থানে স্বভাষায় সবাই সরব। সবাই সবার প্রিয় মাধ্যমে অনেক কিছুই বলতেই চাই। এটাই আমার স্বাধীনতা। আমার রাইট। এই একটা যায়গায় কেউ বাঁধা দিতে আসলে মাথার ঠিক থাকে না। থাকা উচিৎ ও নয়। আমার কাছে যা ভালো মনে হয় আমি বলব। কারো ভালো না লাগলে স্বাধীনভাবে মতামত দিবেন। সেটা তখন তার স্বাধীনতা। আমারো কোন রাইট নাই তাকে বলার কেন সে এটা অপছন্দ করল।
আমার বন্ধু কামরুজ্জামান কামু এটকা ছবি বানিয়েছেন। ছবির নাম দি ডিরেক্টর। আমি এখনো দেখি নাই। বন্যেরা বনে সুন্দর, ছিনেমা ছিনেমা হলে। কিন্তু কামুর এই ছিনেমা মনে হয় না রূপালী পদর্ায় দেখা যাবে। সেন্সর বোডর্ এটাকে আটক করেছে।
কামু আমার প্রিয় কবি এবং অসম্ভর প্রিয় গীতিকার। আমার প্রিয় তালিকার প্রথম ১০টি গানের মধ্যে ২ টি গানই তার লেখা। ব্যক্তিগত পরিচয়ের সূত্রে বলতে পারি কোন কুরূচিপূণর্ কাজ কামু করবেন না। যদি করেনও সেটাও তার স্বাধীনতা। আমার তাতে বলারও কিছু নেই।
কামুর এই ছবি আমার ড্রয়িংরূমে নয়, স্টার সিনেপ্লেক্সে দেখতে চাই। প্রিয় সেন্সর বোডর্ আমি কি দেখব বা না দেখব সেটা আমাকে বা আমাদেরকে বুঝতে দেন। আপনারা অনেক করেছেন একটু রেস্ট নেন। ‘তোমরা বণিক, তোমাদে কী দরকার কেল্লার?’