আমাদের সমসাময়ীক মানে আশির দশকের আশেপাশের সবার কাছে আইয়ূব বাচ্চু একটু আন্যরকম। সেই সময় সিডি তেমন ছিল না। গান শোনা মানে ক্যাসেট প্লেয়ার। অদ্ভুত কিছু সময় আমরা মনে হয় পার করেছি। গানে গানে, ক্যাসেটের আদান প্রদানে।
এই লোকটা কতটা প্রভাবিত করেছে বলতে গেলে মনে হয় একবাক্যে বলতে পারি যে তার প্রায় প্রতিটি গানই আমরা গাইতে পারি সমস্বরে। এখনো যতগুলো ঘরোয়া পার্টিতে আমরা গান গাই, তার কিছু গান একদম কমন।
বাচ্চু ভাইকে আর ফোন করা হবে না। উনিও আক্ষেপ করে বলবেন না “ভাইরে এই দেশের লোকেরা তোমরা মিউজিকের কোন সফ্টওয়্যার বানাইলা না”
অনেকবার গিটার শেখার ব্যর্থ চেষ্টা করেছি ওনার কাছে। পরকালে নিশ্চই একসাথে বাজাবো। বিদায় বাচ্চু ভাই। বিদায় কিংবদন্তী।
ছবি: Shahrear Kabir Heemel.