115
আমারতো সকল জীবনের দায়
তোমারে কে আটকায়?
তোমার যেদিকে দুচোখ এবং পা
চলে যাও গন্তব্য জানো নিশ্চই
আমার গহীন রাত, আমার গানের ধারাপাত
জীবনের সকল তরঙ্গই সঙ্গীত
আমার সেঁতার আপনি বেজে যায়।