4
আমারে এখনো চিনি নাই তাই
সবারে চিনিয়া চলেছি;
দেখা হয় নাই আমার সাথে
ঘুম ভাঙানো অবাক রাতে
নিজের হাতে অবাক আয়ূরেখা পড়ি
ভালোবাসি একটা শরতের আকাশ
আমার এখন মেঘের মধ্যে বাড়ি।