1
আমারে চেন নাই তাই, এতকাল খুঁজেছ ভোরের শিশিরে
অথচ সময়ের সাথে মিশে গিয়ে তোমাতে মিশেছি
হয়তো ছুঁয়েছ তাই এমন অঙ্গাঅঙ্গী সঙ্গীত হয়ে আছি
সব দায় আসলেই সূর্যের; শিশিরের সে তোয়াক্কা করে না।