181
আমারে তুমি কসম দিলা ক্যান?
চান্দের আলোয় কী দেখছিলা ছায়ার ভিতর?
গ্রামের বাইর থিকা যে ফুলকুমার নদী
তার ঢেউ ক্যান তুমি নিশ্বাসে ফেল?
অথচ আমি তোমার ব্যাবাক গানে
দিনমন গুনগুনিয়া চলি
জোসনা রাইতে তুমি সাত কসম কর
তারেই আমি ভালোবাসা বলি।
–ঢাকা, অক্টোবর ১০, ২০১৬.
