10
‘আমারে যেদিন তুমি ডাক দিলা তোমার ভাষায়
মনে হইল এ কোন পাখির দ্যাশে গিয়া পড়লাম,
এ কোন নদীর বুকে এত গুলান নায়ের বাদাম,
এত যে অচিন বৃক্ষ এতদিন আছিল কোথায়?’