5
আমার এ খোলস ভাঙ্গ, চেয়ে দেখো
কত যত্নে লালন করেছি এক মহামূল্য মুক্তা
বার বার একটু একটু করে আঘাত করে কি লাভ?
ভালোবাসা দিয়ে তীব্র আঘাতের পরে ছিন্ন করো এই অভিমান
আমার খোলসে আর নখের দাগ কেন?
বুকের মধ্যে ঘুমন্ত রত্ন,
আলো জ্বলে সব সময়!