1
আমার কুড়িগ্রামে এখন হবে জোৎস্নার ঘর
আমার কুড়িগ্রাম এখন অবাক প্রান্তর
অথচ ছিলাম আমি এখানেই, হয়তো আছি
ফুলকুমার নদী কিংবা ধরলার চর
আমিও তো হেটে গেছি, নদীর পার, ভাঙা কোন ঘর
সেই ঘরে আষ্টে-পিষ্টে পরান নিয়া বসত ছিল কার?
এ এমন প্রশ্ন যার উত্তর জানি কিন্তু জানাই নাই আর
আমার ঘর এখন ফকফকা জোৎস্নার পাহাড়
বুকের মাঝে চিড় দিয়া বহমান দুধকুমার
ভাঙে খান খান, আমার কপাল দুইখান হয়ে যায়
দেখি নাই অথচ দেখেছি অপরূপ দুধ জোৎস্না তার।
-বিদায় হক ভাই। ভালোবাসা।
**//** ধানমন্ডি, ঢাকা।