শচীন দেব বর্মনের অনেক বিখ্যাত গান এটি। আমার সবচেয়ে প্রিয় গান। শেয়ার করলাম লিরিক।
বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে, একি তব হরি খেলা
তুমি যে ফাগুন রঙেরো আগুন, তুমি যে রসেরো ধারা
তোমার মাধুরি তোমার মদিরা করে মোরে দিশাহারা
মুক্তা যেমন শুক্তিরো বুকে তেমনি আমাতে তুমি
আমার পড়ানে প্রেমের বিন্দু তুমিই শুধু তুমি।।
….
প্রেমের অনলে জ্বালি যে প্রদ্বীপ সে দ্বীপেরো শিখা তুমি
জোনাকি পাখায় ঝিকিমিকি নেচে এরে কি নাচালে তুমি
আপন হারাই উদাসী প্রাণের লহো গো প্রেমাঞ্জলি
তোমারে রচিয়া ভরেছি আমার বাউল গানের ঝুলি
মুক্তা যেমন শুক্তিরো বুকে তেমনি আমাতে তুমি
আমার পড়ানে প্রেমের বিন্দু তুমিই শুধু তুমি।।
….
চমকি দেখিনু আমার প্রেমের জোয়াড়ো তোমারি মাঝে
হৃদয় দোলায়, দোলাও আমারে তোমারো হিয়ারি মাঝে
তোমারো প্রাণের পুলক প্রবাহ মিশিতে চাহে আমাতে
যপো মোর নাম গাহ মোর গান আমার একতারাতে
মুক্তা যেমন শুক্তিরো বুকে তেমনি আমাতে তুমি
আমার পড়ানে প্রেমের বিন্দু তুমিই শুধু তুমি।।
2 comments
gan ta download er link deya jabe?
can u email me da link pls?
তাজ,
গানটা http://www.polapain.com এ পাবেন
নির্ঝর