140
আমার প্রচণ্ড অভিমান ছিল
 অনেক শীতের পরে
 রাত্রীগুলো অপাত্রে;
 অনেক বেদনা হলো
 ভারী হয়ে আসা সময়ের সাথে
 হঠাৎ বুঝে যাই
 দুঃখ বিলাসী;
 এখন দুঃখ নেই।
 তবুও একটা লিলুয়া বাতাস বয়ে যায়
 ‘কী জানি কিসেরো লাগি, প্রাণ করে হায় হায়’!

