0
আমার প্রিয় প্রিয় গান গুলন নিয়ে প্রত্যেকদিন একটা করে ব্লগ পোস্ট দিবো.. এই হচ্ছে আজকের স্টাটাস. লিখতেছি অনেক ইদানিং. দীর্ঘ বিরতির পর সব কিছু কেমন জানি নতুন নতুন লাগে. প্রিয় কিবোর্ড, প্রিয় কম্পিউটার অথচ কেমন অচেনা. দীর্ঘদিন পড়ে বর্ষা হলে সোঁদা গন্ধ পাওয়া যায়.. দীর্ঘদিন লেখাহীন থাকার পড়ে লিখলে কথার বৃষ্টি ঝরতে চায়.. কিন্তু এত কথা যে গুছিয়ে লিখতে পারা যায় না… তাই শুরু করার জন্য গান এ ভালো. নিজের কথা নিজের মতন করে বলা..