3
আমার বইটা মনে হয় ফ্লপ। যা বুঝতে পারছি পরিচিতরাই বইটা কিনছেন। কিন্তু যারা বই কিনছেন কেউই কোন ধরনের রিভিউ করছেন না। তাই অনুমান করতে পারি এই বইটা খুব বেশি বিক্রি হবে না। কারন বাইরের কেউ জানতেই পারছে না এই নামে একটা বই আছে।
বইয়ের বিপনন করার কথা প্রকাশকের। কিন্তু এখন মনে হয় না প্রকাশকরা এই কাজটি করেন। যেখানে বই প্রকাশ করার সময় সামান্যতম যত্নবান হতেও তাদের সমস্যা সেখানে নতুন একজন লেখকের কথা চিন্তা করার সময় তাদের কোথায়!
আগামিকাল বসন্তের প্রথম দিন। আমি অবশ্যই সেজেগুজে বইমেলাতে যাব। দেখা হবে নিশ্চই! কারনে বা অকারনে। 🙂