1
আমার বই ছোট কাকের পাহাড় জয় এর উৎসর্গপত্র এটি।
********************************************************************
উৎসর্গ
অরুন্ধতী রূপকথা
আমার একমাত্র সন্তান। আমার মেয়ে। মেয়েকে শেষ দেখেছি নয় মাস বয়সে। এখন মেয়ের বয়স ছয় বছর। সে মায়ের সঙ্গে থাকে। যতদূর জানি ওর মা বাংলা ভালোবাসে। তাই অনুমান করতে পারি, আমার মেয়ে বাংলা পড়তে পারে। কিন্তু জানি না এই বই সে পড়তে পারবে কি না! দীর্ঘ দিবস-রজনী আমি আমার মেয়ের সঙ্গে কাল্পনিক সংলাপে থাকি। এটা আমার অনেক বড় একটা সুখ।
মাগো, পৃথিবীর সব সারল্য সব ছেলেমানুষি তোমার মধ্যে থাকুক। সকল রূপকথা তোমার জন্য তৈরি হোক।