0
আমি একটা নরম রোদ হবো
শত ব্যস্ততার মাঝেও, না চাইতে
গায়ে মাখাবে, অবুঝ বালিকার মতো;
আমি আস্ত একটা নরম আলো হয়ে যাব
ধুলিমাখা শহরের সন্ধ্যা বেলায়
জীবনের অংক মেলাতে মেলাতে
নিছক পাশে ফিরে চোখ জুড়াবে;
আমি তোমার একখন্ড আকাশ হবো
যাবতীয় লুকোনো চাওয়ার মতো
অদ্ভুত তাকিয়ে থাকা, নিরালোকে ভেসে যাবে
মেঘদুরস্ত বালকের ছায়া।
নিশ্চিত থাকো, আমি দিনে দিনে একটা
তুমি হযে যাব!
**//** ডেইলি স্টার সেন্টার, ফার্মগেট, ঢাকা।