আমি দুইদিন আগে আমার বই বিষয়ক একটা পোস্ট দিয়েছি। কিন্তু পোস্টটি সবাই ভুল ব্যাখ্যা করে বুঝেছেন। আমি বলি নাই যে আমার বই অতিরিক্ত হয়েছে। বলেছি বই এর জন্য আমার বুক সেলফ দরকার। তবে যদি একটু খোলাসা করে বলি তাহলে সমস্যা আসলে আমার আন্ডারওয়্যারের।
এখন যদি বলেন যে আন্ডারওয়্যারের সাথে বউয়ের সম্পর্ক থাকতে পারে কিন্তু বইয়ের সম্পর্ক কেমনে? সেটা একটু খোলাসা করে বলি।
একা থাকি তাই আমার বাসাটা মোটামুটি একটা আদর্শ ওয়েস্ট বাস্কেট (একটু সাইজে বড়)। তো আমি এই মাসে ঠিক করেছি বাসাটা মোটামুটি একটা ভদ্রস্থ করব। তাই শুরু করেছি বেডরুম থেকে। এরপর ড্রয়িং রুম। আমার ড্রয়িং রুমের মেঝেতে বইগুলো ভালোই রাজত্ব বিস্তার করে ছিল। আমি এক খলনায়কের মতোন সেগুলোকে উদ্বাস্তুর মতো আমার বেডরুমে সরিয়ে ফেললাম। যাকে বলে একটু গর্ত ভরার জন্য আর একটা গর্ত খোড়া। ভুল যেটা করে ফেলিছি শোবার ঘরে বইগুলো স্তুপ করেছি আমার চেস্টটপ ড্রয়ারের সামনে। তার একটা ড্রয়ারে আমার সকল আন্ডারওয়্যার। এখন জ্ঞানের সম্ভার সরাইয়া ইজ্জতের সম্ভার আর বাহির করিতে পারিতেছি না।
এখন বইগুলো আবার ড্রয়িংরুমে নিয়ে যেতে পারি। বেশ একটা ইনফিনিটি লুপ তৈরি হয়ে যাবে। এই ঝামেলার থেকে বাঁচার জন্য আমার বুকসেলফ দরকার। এখন বিষয়টা বোঝাগেল ফেসবুক বুকারস?
অবশেষে এই অভাগা আন্ডারওয়্যার সমস্যায় বিব্রত এক তরুন বাঙালির পাশে এসে দাঁড়িয়েছেন প্রাণপ্রিয় Latif Hossain ভাই। আমার বাসায় ওনার দেয়া দুইটা সেলফ আসিতেছে। এনশাআল্লাহ বই সমেত সেলফের এর ছবি পোস্ট দেয়া হবে। অপেক্ষায় থাকুন।
আমি দুইদিন আগে আমার বই বিষয়ক একটা পোস্ট
6
previous post