5
আমি ফেইসবুককে পজিটিভ আকারে দেখি। ফেইসবুক আছে বলেই যারা কখনো লিখতো না তারাও লিখছে। এটা ভালো। আবার ফেইসবুক আছে বলেই এখন মোটামুটি অনেক দার্শনিকের সন্ধান পাওয়া যাচ্ছে। এটাও খারাপ না। আবার ফেইসবুক আছে বলেই হারিয়ে যাওয়া অনেক পুরোনো কৌতুকের জাগরণ ঘটছে।
তবে সমস্যা হচ্ছে আমার এখন ননফিকশন বেশী ভালো লাগে। পাতি সুন্দরীদের দার্শনিক মার্কা স্ট্যাটাস দেখলে কেন জানি নিজকে প্রেগন্যান্ট লাগে.. মানে বমি পায়।
আমিন.