আমি বায়োমেট্রিক পদ্ধতিতে আমার সিম নিবন্ধন করতে আগ্রহী। তবে আমার কয়েকটি বিষয় জানতে হবে (জানি না আমার তথ্য অধিকার সরকারের কাছে কতটুকু একজন সাধারন নাগরিক হিসেবে)।
১. যে ডিভাইস এবং সফ্টওয়্যার দিয়ে আঙুলের ছাপ নেয়া হচ্ছে তার টেকনিকাল এবং ফাংশনাল স্পেসিফিকেশন (অবশ্যই ইউজার ফ্লো এবং এপিআই এক্সেস ডায়াগ্রাম থাকতে হবে).
২. পুরো প্রক্রিয়াটা শুরু থেকে এনক্রিপটেড কিনা। এনক্রিপশন ছাড়া কোন ধরনের এপিআই এক্সেস আমি চাই না। (কেন চাই না সফ্টওয়্যার এবং নিরাপত্তা প্রকৌশিরা বুঝতে পারছেন).
৩. প্রক্রিয়ার পর আমাকে অফশিয়ালি জানান যে আমার রেজিষ্ট্রেশন শেষ হয়েছে এবং আমার কোন বায়োমেট্রিক তথ্য তাদের কাছে সংরক্ষিত নেই। যদি আমার তথ্য কখনো তাদের কাছে থাকে এবং আমি এই মর্মে জানতে পারি, আমি ব্যক্তিগত ভাবে যেন ক্ষতিপূরণ পাই। রাষ্ট্র যে ৩০০ কোটি টাকা পাবে সেটা রাষ্ট্র বুঝুক। আমি নিজের টা বুঝে নিতে চাই।
৪. আমি মোবাইল কোম্পানি গুলোর মার্কেটিং প্রমোশন থেকে মুক্তি চাই। তাদের কথা দিতে হবে আমার বায়োমেট্রিক রেজিষ্ট্রেশনের পর আর কখনো আমাকে কোন ধরনের প্রমশনাল ম্যাসেজ দিবে না।
আমি বায়োমেট্রিক পদ্ধতিতে আমার সিম নিবন্ধন করতে আগ্রহী।
1
previous post