9
আরম্ভের নাম প্রভাত। অনেক সুন্দর একটা শব্দ। প্রভা ছড়িয়ে জানান দেয় যে নতুন একটা দিন। নতুন সম্ভাবনা। নতুন বিস্তার। প্রতিদিন ভোরে উঠছি। লিখছি। তেমন কিছু না। তবুও লিখছি। তবে ইদানিং অনেক পড়ছি। পড়াশুনার অভ্যাসটা পুরোপুরি ফেরত আনার চেষ্টায় আছি।
আগের পড়া কিছুই মনে নেই। ভাসা ভাসা। ভালো লেখক হওয়ার একটা শর্ত হচ্ছে ভয়ঙ্কর স্মরণশক্তি থাকতে হয়। আমার তা নেই। আবার আমার বাংলা বানান জঘন্য। বানান শিখতে হবে। মানে শিখবই। তবে যাই হোক। আমি এবার দমে যাচ্ছি না। লিখবই। সবাইকে সুপ্রভাত। সবাইকে শুভেচ্ছা।