0
আসলেই অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে শাহবাগে। আমি এখানে অনেককেই দেখছি যারা জীবনের প্রথম শ্লোগানটা দিল। অনেকেই আছেন যারা জীবনে প্রথমবারের মতোন রাজপথে। আমর ভাবতে অনেক ভালো লাগছে। আমি এই বিশাল ঘটনার স্বাক্ষী হয়ে থাকলাম। চোখের সামনে দেখছি একটা নতুন প্রজন্মের বিষ্ফোরণ। জয় বাংলা। 🙂