ইহা আপাতত আমার লেখার স্থান। উপায় থাকলে আস্ত একটা বাগান বানানো যেত। আমি গরিব লেখক তাই একটা ল্যাপটপ, এক মগ অর্গানিক চা আর বারান্দায় বসে থাকা কয়েকটা টবসহ গাছ নিয়ে আছি। আর আছে কয়েক লক্ষ শব্দ। একটার সাথে একটা যোগ হয়ে নতুন উপন্যাস হয়ে যাচ্ছে। আহা কী আনন্দ আকাশে বাতাসে!