100
এই বাংলার আনাচে কানাচে হাটবার ইচ্ছে ছিল। অথচ আধুনিক বোকা বাক্সে বন্দী হয়ে কিছুই হলো না। আগে চোখ বন্ধ করলে আকাশটাকে কল্পনা করতে পারতাম। আকাশের দেখা না পেয়ে পেয়ে এখন মাথায় আকাশটাও আসে না। ভুল সময়ে ভুল মানুষের সাথে বেঁচে থাকার মতোন আছি। নিজের জন্য শুধু নিজের জন্য কখনো থাকা হলো না। সবাইকে খুশি রাখা আসলেই অসম্ভব। আর আমি অনন্ত জলীল না যে সেটাকে সম্ভব করব। আজ থেকে সবাইকে খুশি করার বিষয়টা বিসর্জন দিলাম। আমার মতো থাকব।