19
একটা ঝাউ গাছ, নীল সমূদ্র আর দিগন্ত রেখার মাঝে। একটা প্রজাপতি নীলের মুগ্ধতায় ঝাউ গাছে গিয়ে বসে পড়ল। ঝাউ গাছ ভাবল রঙ্গীন স্বপ্ন নিয়ে প্রজাপতি তার কাছেই এসেছে! আসলে অনন্ত বিকেল গুল টিকে থাকে সব সময়, যেমন কষ্ট টিকে থাকে ডানা ভঙ্গ প্রজাপতির! আমি কোন দলে বাস করছি এডনিং আর ভেবে পাইনা। প্রজাপতি মন নিয়ে নীলের স্বপ্ন দেখি কী?