6
একটি গাছে একটি সবুজ লতা,
একটু দূরে নরম সবুজ ঘাস
আকাশ যখন ডাকছে কাছাকাছি,
মেঘের রাজ্যে ছাড়ি এ নিশ্বাস।
তুমি হয়তো আকছো এই ছবি,
তোমার হাতে হরেক রকম তুলি
একটি ছেলে সবুজ ঘাসে একা,
রংধনু-মেঘ আকাশের কথা বলি।