5
“একটু তোমায় নিলাম আমি
এক চিমটি মেঘে থামি
জলের ছিটেই নিলাম পাগলামি
একটু তুমি বুকের ভেতর
বেপরোয়া শ্রাবণ ভাদর
ভাসাও ডোবাও তোমারি আমি
মরে যাব রে, মরে যাব
কি অসহায় আমি একবার ভাব
তোমাকে ছেড়ে যাব কোথায়?
তোমাকে ছেড়ে কি বাঁচা যায়?”